পিসিসিপি খাগড়াছড়ির স্মারকলিপি: আদিবাসী স্বীকৃতি দাবি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতিদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দাবিকে দেশবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. সাগর, প্রচার সম্পাদক মো. আকাশসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের দাবি, উপজাতিরা যে আত্মনিয়ন্ত্রণের অধিকার চাচ্ছে, তা ব্রিটিশ আমলের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিতেও ছিল না। তারা ব্রিটিশ কর্তৃক প্রণীত হিলট্রাক্টস ম্যানুয়ালকে নিজেদের অস্তিত্বের ভিত্তি হিসেবে দেখলেও এটি জাতিসংঘের কোনো স্বীকৃত দলিল নয় এবং এর কোনো আইনগত ভিত্তি নেই।
তারা আরও জানান, আদিবাসী স্বীকৃতি পেলে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে উপজাতীয়রা নিজস্ব আইনে ভূমি ব্যবস্থাপনার অধিকার পাবে, যা রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হুমকি স্বরূপ। এতে পার্বত্য চট্টগ্রামের ভূমি মালিকানার দাবি কেবল নির্দিষ্ট গোষ্ঠীর হাতে চলে যাবে, যা সংবিধান পরিপন্থী।
পিসিসিপি নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে একাধিক সশস্ত্র গোষ্ঠী বাঙালি ও রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। যদি উপজাতিদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তবে তা ভবিষ্যতে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমকে উৎসাহিত করবে এবং রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির মুখে পড়বে।
স্মারকলিপির মাধ্যমে সংগঠনটি সংবিধান পরিপন্থী আদিবাসী শব্দের ব্যবহার নিষিদ্ধ করা এবং যারা এই শব্দ ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।