সেনাবাহিনীর সহযোগিতায় বান্দরবানে গুড ফ্রাইডে উদযাপন
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন গুড ফ্রাইডে, যা আজ শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) পালন করা হয়, সে উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অসীম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর এই সহযোগিতায় গুড ফ্রাইডে উৎসবকে আরো বিশেষ এবং আনন্দময় করে তুলেছে পার্বত্য অঞ্চলের বিভিন্ন পাড়া।
আজ, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক এর পক্ষ থেকে বাকলাই পাড়া সাবজোনের বাসিরাম পাড়া, বাকলাই পাড়া এবং প্রাতাপাড়া পাড়ায় গুড ফ্রাইডে উপলক্ষে মিষ্টান্ন, কেক, ধর্মীয় উপাসনালয়ের জন্য সাজসজ্জা সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত বাসিরাম পাড়ার কারবারি জীবন ত্রিপুরা বলেন, “আমাদের ধর্মীয় বড় উৎসবে বাংলাদেশ সেনাবাহিনী যে পাশে রয়েছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।” বাকলাই পাড়া স্কুলের শিক্ষক জয় রাম বম বলেন, “সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের উৎসব আরও আনন্দময় হয়েছে। সেনাবাহিনীর পাশে পেয়ে পাড়া বাসী খুশি।”
প্রাতাপাড়া পাড়ার কারবারি পার্কেল বম বলেন, “সেনাবাহিনীর সহযোগিতায় আমরা পুনরায় পাড়ায় ফিরে এসেছি। আজকের এই দিনে সেনাবাহিনীর অবদান আমাদের জন্য একটি বড় আনন্দের উৎস। তাদের নিরাপত্তার কারণে আমরা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারছি।”

এ বিষয়ে অধিনায়ক, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, “ধর্মীয় উৎসব হলো একটি আনন্দের দিন। সেনাবাহিনী সবসময় সাধারণ জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব উদযাপনে আমরা সর্বদা সচেষ্ট। আমাদের এই উদ্যোগ স্থানীয়দের জন্য একটি বড় সমর্থন এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।”

বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি এবং সহযোগিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশের উন্নয়ন ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।