গুড ফ্রাইডে উপলক্ষে পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান
![]()
নিউজ ডেস্ক
আজ শুক্রবার (১৮ এপ্রিল) গুড ফ্রাইডে উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের সুংসুং পাড়া সাবজোনে বিশেষ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্নেল সরদার জুলকার নাঈন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই অনুষ্ঠানে প্রায় ১৪০ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মযাজক, শিক্ষক, পাড়া সদস্যগণ এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল সরদার জুলকার নাঈন এবং লেঃ কর্নেল সৈয়দ আতিকুল করিম।

অনুষ্ঠানে তারা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ওপর আলোকপাত করেন এবং বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের সংবিধান সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করে এবং ধর্মীয় স্বাধীনতা আমাদের জাতির অবিচ্ছেদ্য অংশ।”
এছাড়াও, প্রধান অতিথি খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে উদযাপন উপলক্ষে কেক কেটে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে, উভয় পাড়ায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়, যেখানে ৯৩ জন বম জনগণ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এছাড়া, স্থানীয় দুস্থ ৪০ জন বম জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি লবন এবং ২.৫ লিটার তেল প্রদান করা হয়।

সেনাবাহিনীর জোন অধিনায়ক উপস্থিত জনসাধারণকে সন্ত্রাসবাদ এবং ভুল তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের জনগণের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এবং ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও আমরা পার্বত্য অঞ্চলের সকল জনগণের উন্নয়নে সাহায্য করতে থাকব।”
উল্লেখ্য, এ অনুষ্ঠানটি সেনাবাহিনীর পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের জনগণের প্রতি মানবিক সহায়তা প্রদানের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে চিহ্নিত হয়, যা তাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।