নিরাপত্তা বাহিনীর কৌশলগত অভিযানের ফলে চবির অপহৃত ৫ শিক্ষার্থীর ৪ জন মুক্ত
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজনকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর নিরলস প্রচেষ্টা ও ধারাবাহিক কৌশলগত অভিযানের ফলে এই সফলতা এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে ইউপিডিএফ (প্রসীত) সশস্ত্র সন্ত্রাসী দলের হাতে অপহৃত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা, দিব্যি চাকমা এবং আরও তিনজন। অপহরণের পর থেকেই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে অভিযান চালায়।
গত ২১ এপ্রিল ভোরে খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় ইউপিডিএফ-এর একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে গোলাবারুদ উদ্ধার ছাড়াও আস্তানাটি ধ্বংস করা হয়। নিরাপত্তা বাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে সন্ত্রাসীরা অপহৃতদের মুক্তি দিতে বাধ্য হয় বলে ধারণা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
সূত্রে জানা যায়, গতকাল ২২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে কাউখালীর নাকশাছড়ি এলাকা থেকে দিব্যি চাকমাকে জীবতলি মইনে এলাকায় তার পিতা ধনঞ্জয় চাকমার কাছে হস্তান্তর করে ইউপিডিএফ নেতা উদয় চাকমা। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পরিবারের সদস্যরা দ্রুত নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। মুক্তিপ্রাপ্ত অন্য তিনজনের পরিচয় বা অবস্থান এখনো নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে। তবে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা এখনও নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি কোনো মন্তব্য না করলেও, অভিযান এখনো চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
তবে সাউথইস্ট এশিয়া জার্নাল কোন সূত্র হতে এ ঘটনার নিরপেক্ষ সত্যতা নিশ্চিত করতে পারে নি।
এদিকে দিব্যি চাকমার মুক্তির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব, সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এই তৎপরতা পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা ও শান্তি রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উল্লেখ্য, অপহরণ ও উদ্ধার অভিযানের এই ঘটনা পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় নিরাপত্তা বাহিনীর দৃঢ় অঙ্গীকারকে আরও একবার দৃশ্যমান করলো।
সূত্র: সিএইচটি নিউজ ২৪ ও হিল নিউজ বিডি।