সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত

সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত

সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ খাসাইফ আলহামুদি-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

May be an image of 2 people and text

বিশেষ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত আলহামুদি বাংলাদেশ সেনাবাহিনীর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমে নিযুক্ত সদস্যদের পেশাদারিত্ব এবং কর্তব্যপরায়ণতার ভূয়সী প্রশংসা করেন।

তিনি এই সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।