সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
 
                 
নিউজ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ খাসাইফ আলহামুদি-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রদূত আলহামুদি বাংলাদেশ সেনাবাহিনীর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমে নিযুক্ত সদস্যদের পেশাদারিত্ব এবং কর্তব্যপরায়ণতার ভূয়সী প্রশংসা করেন।
তিনি এই সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
