রাঙামাটিতে মহানবী (সা.)-কে কটূক্তি: অভিযুক্ত আকাশ খিয়াং গ্রেপ্তার, মামলা
 
                 
নিউজ ডেস্ক
ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় আকাশ খিয়াং নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযুক্ত যুবক রাজস্থলীর ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনুছড়ি খিয়াং পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আকাশ খিয়াং তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিপূর্ণ একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত রাজস্থলী উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে এবং ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একই পোস্টের নিচে অলড্রিন তনচংগ্যা নামের আরেক যুবক কুরুচিপূর্ণ মন্তব্য করলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই স্থানীয় মুসল্লিরা আকাশের বাড়ি ঘেরাও করেন এবং উত্তেজনা চরমে পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। পরে যৌথ বাহিনী আকাশ খিয়াংকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আকাশ খিয়াং ও অলড্রিন তনচংগ্যার বিরুদ্ধে রাজস্থলী থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১; ধারা: ২৯৫(এ), ৫০৫/৫০৫)। গ্রেপ্তারকৃত আকাশকে পুলিশ স্কটের মাধ্যমে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং অলড্রিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, “ধর্ম নিয়ে কটূক্তিকারীদের কোনো স্থান নেই। সময়মতো পুলিশ না এলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত।”
স্থানীয়রা জানান, এমন ঘটনায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
