দেশব্যাপী যৌথ অভিযান: এক সপ্তাহে আটক ২৫৯ অপরাধী, উদ্ধার অস্ত্র ও মাদক

দেশব্যাপী যৌথ অভিযান: এক সপ্তাহে আটক ২৫৯ অপরাধী, উদ্ধার অস্ত্র ও মাদক

দেশব্যাপী যৌথ অভিযান: এক সপ্তাহে আটক ২৫৯ অপরাধী, উদ্ধার অস্ত্র ও মাদক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে গত এক সপ্তাহে সারাদেশ থেকে ২৫৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলা এই অভিযানে হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট মামলার আসামি, কিশোর গ্যাং সদস্য এবং চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হওয়া অপরাধীদের কাছ থেকে ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৪টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, হাতবোমা, ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল ও মোবাইল ফোন, পাসপোর্ট, অবৈধ ঔষধ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। অভিযানে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি, শিল্পাঞ্চলে শ্রমিক ও মালিকদের মধ্যে চলমান বেতন-বোনাস সংক্রান্ত অস্থিরতা নিরসনে গঠনমূলক মতবিনিময় ও সমঝোতার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসাথে, সাধারণ জনগণকে কোনো সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।