পপি ত্রিপুরা স্মরণে অপরাজেয় বাংলায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের মোমবাতি প্রজ্বলন
 
                 
নিউজ ডেস্ক
গত ১৮ অক্টোবর রাজধানীর গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় রিক্সায় থাকা যাত্রী পপি ত্রিপুরার মৃত্যুতে শোক জানিয়ে এবং হত্যাকারী ঘাতক প্রাইভেট কার চালকের সর্বোচ্চ শাস্তির দাবি ও পপি ত্রিপুরা স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মোমবাতি প্রজ্বলন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ। ১লা নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নেতৃবৃন্দ মোমবাতি প্রজ্বলনের এ আয়োজন করে।
এসময় সেখানে উপস্থিত সংগঠনটির সাবেক সেক্রেটারি ইরফান বক্তব্য রাখতে গিয়ে বলেন, “উক্ত অমানবিক দুর্ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদেরর পক্ষ হতে আমরা শোক প্রকাশ করছি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।” বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে যেকোনো ধরনের দুর্ঘটনা এবং মর্মান্তিক ঘটনায় তারা ব্যথিত হন। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ অন্যায়ের বিরুদ্ধে বজ্রকন্ঠ তুলে আসছে এবং সামনেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে বলেও জানান তারা। এসময় বক্তারা পপির শোকাহত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে গত ১৮ই অক্টোবর গুলশানের ৭৯ নং সড়কে রিক্সা যোগে বাসায় যাওয়ার পথে গুলশানের ২ নং রোড থেকে আসা একটা কালো প্রাইভেট দ্রুত গতিতে তাদেরকে চাপা দেয়। এসময় স্থানীয়রা দ্রুত পপিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও পপিকে বাঁচানো যায়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনটির পথচলা শুরু হয়। উক্ত সংগঠনে বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র আইপিই বিভাগের ছাত্র মোঃ মহিউদ্দিন সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ মিনহাজ তৌকি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোঃ হাশিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ মনির হোসেন, বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরাফাতুর রাকিবসহ অন্যান্যরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
