কাপ্তাইয়ে অসহায় পরিবারকে বাড়ি নির্মাণে সহায়তা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সেনাবাহিনীর

কাপ্তাইয়ে অসহায় পরিবারকে বাড়ি নির্মাণে সহায়তা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সেনাবাহিনীর

কাপ্তাইয়ে অসহায় পরিবারকে বাড়ি নির্মাণে সহায়তা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সেনাবাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার একটি অসহায় পরিবারকে বাড়ি নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া ১০ আর ই ব্যাটালিয়নের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির জীবতলী ও মগবান ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনসাধারণ এবং শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার (১৩ মে) আয়োজিত এই সেবামূলক কার্যক্রমে শতাধিক মানুষ সরাসরি উপকৃত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার।

কাপ্তাইয়ে অসহায় পরিবারকে বাড়ি নির্মাণে সহায়তা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সেনাবাহিনীর

তিনি বলেন, “১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম শান্তি ও সম্প্রীতি উন্নয়নে অব্যাহত থাকবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসা ও সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং সেনাবাহিনীর উন্নয়ন ও সেবামূলক ভূমিকার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।