শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন গ্রেফতার

শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন গ্রেফতার

শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার পূর্বপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ দিবাগত রাত ৩টার দিকে মাগুরা সেনা ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম।

সেনা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মাগুরা সেনা ক্যাম্প অবৈধ অস্ত্র চক্রের ওপর নজরদারি চালাচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে অস্ত্র চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানা গেছে।

শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন গ্রেফতার

অভিযানের সময় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা অনেক দিন ধরেই এ ধরনের চক্রের কারণে আতঙ্কে ছিলাম। সেনাবাহিনীর এই অভিযান আমাদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছে।”

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংশ্লিষ্ট সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।