তারা ঘরে বসে ডলার ছাপাতেন!

তারা ঘরে বসে ডলার ছাপাতেন!

তারা ঘরে বসে ডলার ছাপাতেন!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর অভিযানে জাল ডলার ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে সাতক্ষীরায় সদর উপজেলার কাটিয়া এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা।

আটকরা হলেন—শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার ছেলে জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে রাসেল গাজী।

পরে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আটককৃতরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের জাল ডলার ও টাকা তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি কালার প্রিন্টার, একটি ল্যাপটপ, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা, নিজস্ব সিলসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মেজর মুশফিক আহমেদ।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।