খাগড়াছড়িতে পাহাড়ধস: হিল আনসার-ভিডিপির মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে দুর্গত জনপদে
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণে পাহাড় ধসে বিপর্যস্ত হয়ে পড়ে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা। মুষলধারে বৃষ্টির তোড়ে কাদা, পাথর ও গাছপালায় ঢাকা পড়ে যায় জেলার গুরুত্বপূর্ণ সড়কপথগুলো। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ব্যাহত হয় রোগী পরিবহন, কৃষিপণ্য বিপণন ও শিক্ষার্থীদের চলাচল। পাহাড়ি জনপদের মানুষ পড়েন চরম দুর্ভোগে।
এই সংকটময় সময়ে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে খাগড়াছড়ি সদর উপজেলা ও ভুয়াছড়ি এলাকায় স্বেচ্ছাশ্রমে ধ্বংসস্তূপ সরাতে মাঠে নামেন। কোদাল, বেলচা ও দড়ি হাতে নিয়ে পাহাড়ি ঢলের কাদা ও পাথর সরিয়ে যান চলাচলের পথ উন্মুক্ত করেন।

শুধু সড়ক পরিষ্কার করেই থেমে থাকেনি তাদের মানবিক উদ্যোগ। দুর্গত এলাকায় গৃহবন্দী মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া, কাটা বাঁধের মাধ্যমে পানি নিষ্কাশন, বিকল্প রাস্তা তৈরি এবং পুনর্বাসন কার্যক্রমেও তারা সক্রিয় ভূমিকা রাখেন। দায়িত্ববোধ ও সহানুভূতির অনন্য উদাহরণ স্থাপন করেছেন এ বাহিনীর সদস্যরা।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক হিল আনসার সদস্য বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাহিনী প্রধানের নির্দেশে আমরা দ্রুত সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে কাজ করছি। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়, আমরা মানুষের পাশে থাকব।”

বাহিনীর মহাপরিচালক অভিযানে অংশ নেওয়া সদস্যদের এই মানবিক ও সাহসিকতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “প্রকৃতির রুদ্র রূপের সামনে দাঁড়িয়ে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা যে নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়।”
আনসার ও ভিডিপির এই মানবিক উদ্যোগ শুধু যান চলাচল সচল করেনি, বরং দুর্গত পাহাড়ি জনপদে স্বস্তি ফিরিয়েছে—এবং অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত গড়ে তুলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।