নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে বার্মা থেকে আনা ৩৭টি চোরাই গরু জব্দ

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে বার্মা থেকে আনা ৩৭টি চোরাই গরু জব্দ

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে বার্মা থেকে আনা ৩৭টি চোরাই গরু জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের ধারাবাহিক অভিযানে সীমান্ত পেরিয়ে বার্মা (মিয়ানমার) থেকে চোরাইপথে আনা ৩৭টি গরু জব্দ করা হয়েছে।

রোববার (১ জুন) বিকেলে নিয়মিত টহল পরিচালনার সময় এসব গরু জব্দ করে বিজিবি।

১১ বিজিবির অধীনস্থ থিমছড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

তিনি জানান, “অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। তবে চোরাকারবারিদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।”

জব্দকৃত গরুগুলোর ব্যাপারে তিনি আরও জানান, “আইন অনুযায়ী এগুলো কাস্টমসের মাধ্যমে নিলামে দেয়া হবে।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।