কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে দুর্যোগকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে দুর্যোগকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে দুর্যোগকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অধীনস্থ কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম সাদিক শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে মগবান ও কাপ্তাই ইউনিয়নের গবাগনা, আর্মি ক্যাম্প বরাদম, আর্মি পোস্ট, হাজাছড়া ও আশপাশের দুর্গম অঞ্চলে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিকূল আবহাওয়া ও দুর্গমতার মধ্যেও সেনাবাহিনীর সদস্যরা মানবিক সহায়তা পৌঁছে দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দোরগোড়ায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এ কার্যক্রমের মাধ্যমে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সেনাবাহিনীর প্রতিশ্রুতি ও মানবিক দায়িত্ববোধের প্রতিফলন ঘটে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।