নানিয়ারচরে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে নানিয়ারচর জোন এর উদ্যোগে জোন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২০টি অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জোনাল স্টাফ অফিসার মেজর আসিফুর রহমান।
পুরো কার্যক্রমটি পরিচালিত হয় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে।
এসময় উপস্থিত ছিলেন জোনের সার্জেন্ট শেখ মুরাদ হাসানসহ অন্যান্য সেনা সদস্য এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
ঈদ উপহার বিতরণ শেষে মেজর আসিফুর রহমান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে এবং ভবিষতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন, এটি শুধু সহায়তা নয়, সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।