চাঁদাবাজির প্রতিবাদ: ইউপিডিএফের বাজার বয়কট ও পণ্য নিষেধাজ্ঞা, বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা

চাঁদাবাজির প্রতিবাদ: ইউপিডিএফের বাজার বয়কট ও পণ্য নিষেধাজ্ঞা, বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা

চাঁদাবাজির প্রতিবাদ: ইউপিডিএফের বাজার বয়কট ও পণ্য নিষেধাজ্ঞা, বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগ ঘিরে চলমান উত্তেজনার মধ্যে গতকাল রবিবার (৮ জুন) প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ বাঘাইহাট সাপ্তাহিক হাট বয়কটের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কাঠ, বাঁশ ও উলু ফুলসহ বিভিন্ন পণ্যের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা জারি করে সংগঠনটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফেরর সাজেক ও বঙ্গলতলী এরিয়া কমান্ডার গঙ্গা বাবু ওরফে অক্ষয় চাকমার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি সংগঠনটির বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনে বাঘাইহাট জীপ/পিকআপ মালিক সমিতি সড়ক অবরোধ ও পণ্যবাহী যান চলাচলে বাধা দেয়। এরই প্রতিক্রিয়ায় ইউপিডিএফ এ ঘোষণা দেয় বলে জানা গেছে।

গত তিন সপ্তাহ ধরে চলমান এই বয়কটের ফলে বাঘাইহাট বাজারে স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষত পাহাড়ি জনগোষ্ঠীর অনেক ব্যবসায়ী, যারা কাঠ, বাঁশ ও উলু ফুলের ব্যবসার ওপর নির্ভরশীল, তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

অনেক ব্যবসায়ী জানান, এই পণ্যগুলোই তাদের জীবিকার প্রধান উৎস, যা এখন কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বাজার বয়কট ও পণ্য নিষেধাজ্ঞার ফলে শুধু অর্থনৈতিক বিপর্যয় নয়, বরং পার্বত্য এলাকায় সামাজিক অস্থিরতা তৈরির আশঙ্কাও দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, এমন সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের বিকল্প আয়ের কোনো সুযোগ নেই।

এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এলাকাবাসী মনে করছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা ও বাজার অচলাবস্থার কারণে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।