সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৯ গরু আটক করল বিজিবি

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৯ গরু আটক করল বিজিবি

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৯ গরু আটক করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার এলাকা থেকে ভারতীয় ৯ গরু আটক করেছে বিজিবি।

রোববার (১৫ জুন) দুপুরে ভারতীয় গরু আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবির তথ্য মতে, জেলার দোয়ারা বাজারের বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/৯-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপাড়া হতে গরুগুলো আটক করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে চোরাচালান বন্ধ, নিরাপত্তাসহ বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। সীমান্ত থেকে যেসব গরু আটক করা হয়েছে সেগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।