মাদকবিরোধী অভিযানে প্রতিবন্ধকতার অভিযোগ, সিসি ক্যামেরা খুলে ফেলল প্রশাসন

মাদকবিরোধী অভিযানে প্রতিবন্ধকতার অভিযোগ, সিসি ক্যামেরা খুলে ফেলল প্রশাসন

অভিযানে প্রতিবন্ধকতার অভিযোগ, সিসি ক্যামেরা খুলে ফেলল প্রশাসন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনার সময় ‘প্রতিবন্ধকতা’ সৃষ্টি করায় একটি বাড়ির বাইরে স্থাপিত তিনটি সিসি ক্যামেরা খুলে ফেলেছে স্থানীয় প্রশাসন।

রোববার (১৫ জুন) সকালে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, সেনারবাদী গ্রামের কালু মিয়ার বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা লাগানো ছিল, যা সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযান পরিচালনায় বাধা সৃষ্টি করছিল। বিজিবির পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করার পরই অভিযান চালিয়ে ক্যামেরাগুলো খুলে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন বলেন, “বিজিবির পক্ষ থেকে জানানো হয় যে, ওই ক্যামেরার মাধ্যমে অভিযানের আগে বাড়ির লোকজন টের পেয়ে যাচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়েই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মাদকসংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “ওই বাড়িতে মাদক ব্যবসা হতো কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বাড়ির এক সদস্যের বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ওই বাড়িটিকে ঘিরে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য আগেভাগে জেনে পালিয়ে যাওয়ার জন্য বাড়ির ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা বসানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং অবৈধ কার্যক্রমে সহযোগী যেকোনো ধরনের প্রযুক্তি অপব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।