ভুটানের ট্রাকে বাংলাদেশে পণ্য সরবরাহ, বিক্ষোভ ভারতীয় ট্রাক মালিক-চালকদের

ভুটানের ট্রাকে বাংলাদেশে পণ্য সরবরাহ, বিক্ষোভ ভারতীয় ট্রাক মালিক-চালকদের

ভুটানের ট্রাকে বাংলাদেশে পণ্য সরবরাহ, বিক্ষোভ ভারতীয় ট্রাক মালিক-চালকদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ভারতীয় ট্রাক মালিক ও চালকেরা।

সোমবার (১৬ জুন) জেলার ফুলবাড়ী সীমান্তে বিক্ষোভের পাশাপাশি অবস্থান কর্মসূচিও করতে দেখা যায় তাদের। এক পর্যায়ে পুলিশ মোতায়েন করা হয়।

এতে আটকে পড়ে বাংলাদেশগামী ভুটানের প্রায় দুই হাজার পণ্যবাহী ট্রাক। বিক্ষোভকারীদের অভিযোগ, ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে যায় ভুটানের ট্রাক, যেখানে ভারতীয় ট্রাক এই সুযোগ থেকে বঞ্চিত হয়। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

এ ব্যাপারে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিলিগুড়ি পৌর মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করে তাদের অভিযোগের বিষয়টি জানান।

পরে জাতীয় শ্রমিক ইউনিয়নের স্থানীয় কমিটির সভাপতি সুকান্ত কর বলেন, মেয়র তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন শিগগিরই বিষয়টির সমাধান করার চেষ্টা করবেন।

তবে, ভুটানের ট্রাক চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকরা সৃষ্টি না করতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।