খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার অত্যন্ত দূর্গম এলাকার অসহায় ও দুঃস্থ পাহাড়ি-বাঙ্গালি জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশুকবাড়ী আর্মি ক্যাম্পের থংথং পাড়া এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

matiranga_army

এ সময় অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে রেশন সামগ্রী বিতরণ, রাবার বাগান মন্দির ও ভজেন্দ্র পাড়া মন্দির নির্মাণের জন্য আট বান ঢেউটিন সরবরাহ, দুইজন হতদরিদ্র পাহাড়ি নারীকে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা এবং শিশুকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

মানবিক সহায়তার পাশাপাশি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী, ও ডা. ফারিয়া (মেডিকেল অফিসার, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) যৌথভাবে প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি ও বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই মানবিক চাহিদা পূরণে সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।