খাগড়াছড়িতে “আওয়ার লাইভস, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার” প্রকল্পের আওতায় সেমিনার অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নারী ও শিশুর স্বাস্থ্য সেবা উন্নয়ন, নারী প্রতি সহিংসতা বন্ধে বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে “আওয়ার লাইভস, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার” প্রকল্পের আওতায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর দুধবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্ত্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ন ইউনিয়নের অ্যাম্বাস্যাডর ও হেড অব ডেলিগেশন টু বাংলাদেশ রেনসি তিরাইংক। এসময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার আহমার উজ্জামান, সিভিল সার্জন ডা. মোঃ ইদ্রিস মিয়া, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়াসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী এসোসিয়েশনের প্রতিনিধিগণ, প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন নেদারল্যান্ড সিমাভির প্রকল্প ব্যবস্থাপক ঝিমনো ডুরান।
অনুষ্ঠানে বক্তারা, পার্বত্য চট্টগ্রামের কিশোর বয়সী মেয়ে এবং যুবতী মেয়েদের মর্যাদার সাথে এবং সহিংসতা ছাড়াই জীবন-যাপন করার ক্ষমতায়ন এবং নারী ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে সরকারী-বেসরকারী ছাড়াও স্থানীয় পর্যায়ে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
প্রসঙ্গত রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় মোট ১০টি এনজিও ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা, নারী শিশুর স্বাস্থ্য সেবা উন্নয়ন, নারী প্রতি সহিংসতা বন্ধের জন্য কাজ করা হবে।