ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের দক্ষতা বৃদ্ধিতে খাগড়াছড়িতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের দক্ষতা বৃদ্ধিতে খাগড়াছড়িতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের দক্ষতা বৃদ্ধিতে খাগড়াছড়িতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছিল গত ১৬ জুন ২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ আমমার হোসেন। সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনসহ উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রশিক্ষণ শুধুমাত্র দক্ষতা অর্জনের সুযোগ নয়, বরং পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেও সহায়ক।”

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের দক্ষতা বৃদ্ধিতে খাগড়াছড়িতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের আত্মবিশ্বাস, সামাজিক দায়িত্ববোধ এবং নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত সবাই প্রশিক্ষণার্থীদের উৎসাহে মুগ্ধ হন। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা এই উদ্যোগের জন্য বাহিনীর মহাপরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, পাহাড়ের মতো ভৌগোলিক বৈচিত্র্যময় এলাকায় নারীদের নিরাপত্তা, উন্নয়ন ও সম্পৃক্ততায় আনসার ও ভিডিপির এই প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ রোল মডেল হিসেবে কাজ করবে বলে স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।