সড়কের পাশে পড়ে থাকা নারী ও শিশুদের উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিল সেনাবাহিনী

সড়কের পাশে পড়ে থাকা নারী ও শিশুদের উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিল সেনাবাহিনী

সড়কের পাশে পড়ে থাকা নারী ও শিশুদের উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার নয়াবাজার আর্মি ক্যাম্পের দক্ষিণ পাশে ফেলে যাওয়া এক অজ্ঞাত নারী ও তার দুটি শিশু সন্তানকে উদ্ধার করে চিকিৎসা এবং পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

জানা যায়, গতকাল বুধবার (২৫ জুন ২০২৫) দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন প্রধান সড়কের পাশে এক নারী ও তার দুই শিশুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় এক পথচারী জানান, একটি সিএনজি অটোরিকশা থেকে তাদেরকে রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত সরে পড়ে যানটি।

উক্ত পথচারী দ্রুত তাদের নয়াবাজার আর্মি ক্যাম্পে নিয়ে যান এবং নিরাপত্তা বাহিনীকে বিষয়টি অবহিত করেন। সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া নারী ও শিশুদের প্রাথমিক সুরক্ষা নিশ্চিত করে এবং তাদের পরিচয় জানার চেষ্টা করেন। ওই নারী শুধু মাত্র ফেনী জেলার পরশুরাম থানায় তার বাড়ি বলে জানাতে সক্ষম হন। শিশুদের বয়স কম হওয়ায় তারাও কিছু জানাতে পারেনি।

পরিস্থিতির তাৎক্ষণিক গুরুত্ব বিবেচনায়, সেনাবাহিনী উদ্ধারকৃত নারী ও শিশুদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে এবং স্থানীয় থানাকে বিষয়টি অবহিত করে। পুলিশ দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে।

পরে, আজ বৃহস্পতিবার (২৬ জুন দুপুর) ১টার দিকে ওই নারী ধীরে ধীরে মানসিক স্থিরতা ফিরে পান এবং নিজের পরিবারের পরিচয় দিতে সক্ষম হন। এরপর সেনাবাহিনীর সহায়তায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নারী ও শিশুদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, এ ঘটনাটি বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক, দায়িত্বশীল এবং পেশাদারী ভূমিকার আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা পাহাড়ি অঞ্চলে জননিরাপত্তা ও সমাজকল্যাণে সেনাবাহিনীর অঙ্গীকারকে প্রমাণ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।