রাঙামাটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান, ২৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

রাঙামাটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান, ২৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

রাঙামাটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান, ২৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেটে সয়লাব হয়ে উঠেছে জেলার হাট-বাজার। শুক্রবার বিকেলে কাপ্তাই হ্রদ হয়ে পাচারের সময় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ২৫ কার্টুন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। রাঙামাটি বিজিবি সেক্টর এ তথ্য নিশ্চিত করেছে।

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। এগুলো পরবর্তীতে চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, জব্দকৃত সিগারেটগুলো ভারতীয় সীমান্ত ঘেঁষা জুরাছড়ি দিয়ে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে নারীদের মাধ্যমে সংগ্রহ করে আনেন মানবেন্দ্র চাকমা নামের এক চিহ্নিত চোরাকারবারি। বৃহস্পতিবার মধ্যরাতে দেশীয় ইঞ্জিনচালিত নৌকায় করে সিগারেটগুলো রাঙামাটি শহরের কাইন্দার মুখ এলাকায় পৌঁছালে একদল যুবক নিজেদের রাজনৈতিক দলের পরিচয় দিয়ে সেগুলো ছিনতাই করে নেয়।

পরে পাচারের গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযানে গেলে ছিনতাইকারীরা সিগারেটভর্তি নৌকাটি ফেলে পালিয়ে যায়। নিরাপত্তাবাহিনী পরবর্তীতে সেগুলো জব্দ করে।

সাম্প্রতিক সময়ে বিদেশি সিগারেটের এই পাচার কেবল পাহাড়েই সীমাবদ্ধ নেই। কাপ্তাই হ্রদ হয়ে শুল্কবিহীন সিগারেটগুলো চট্টগ্রাম, হাটহাজারি, রাউজান, ফেনী, কুমিল্লা, এমনকি রাজধানীতেও সরবরাহ করা হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সিগারেট পাচারে ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, মাছের কার্টুনভর্তি পিকআপ, এমনকি কুরিয়ার সার্ভিস।

পাচারের এ বিশাল চক্রে সংশ্লিষ্টতা রয়েছে অন্তত তিনটি আঞ্চলিকদলের সশস্ত্র গ্রুপের নেতাদের। তারা সীমান্তবর্তী জুরাছড়ি, বরকল ও বাঘাইছড়ি এলাকা দিয়ে এসব অবৈধ পণ্য নিয়ে আসে। রাঙামাটির তাহের, হেলাল, সাকি, সাকিব, সেলিমসহ অন্তত ১০ জন স্থানীয় বড় ব্যবসায়ী এবং কাপ্তাইয়ের কিছু ব্যবসায়ী এসব মালামাল দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, সাতকানিয়া ও রাউজানের অন্তত ছয়জন ব্যক্তি এই চোরাচালান ব্যবসার মাধ্যমে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছে। এমনকি, রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে একসময় মাত্র ১০ হাজার টাকায় এসআর হিসেবে চাকরি করা একজন ব্যক্তি মাত্র এক বছরে কোটি টাকার মালিক হয়েছেন।

উল্লেখ্য, পাহাড়ি সীমান্ত দিয়ে চলমান এই চোরাচালান শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, স্থানীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্যও এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।