সিলেট সীমান্তে ১৪ রোহিঙ্গাকে ঠেলে পাঠাল বিএসএফ

সিলেট সীমান্তে ১৪ রোহিঙ্গাকে ঠেলে পাঠাল বিএসএফ

সিলেট সীমান্তে ১৪ রোহিঙ্গাকে ঠেলে পাঠাল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তে ১৪ রোহিঙ্গাকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা লালাখাল সীমান্ত থেকে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তের ১৩০১ নম্বর পিলার থেকে বাংলাদেশের প্রায় ৫০ গজ ভেতরে রোহিঙ্গাদের পাঠিয়ে দেওয়া হয়। সীমান্ত টহলে থাকা বিজিবি সদস্যরা সেখান থেকে তাদের আটক করে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা সবাই বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৩ জন ছেলে এবং ৩ জন মেয়ে শিশু রয়েছে।

এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার বলেন, বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে রোহিঙ্গা পুশইন ঠেকাতে আমাদের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

তিনি আরও জানান, আটকদের পরিচয় যাচাই শেষে আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।