প্রথমবারের মতো রেল মানচিত্রে যুক্ত হচ্ছে মিজোরাম, উদ্বোধনের অপেক্ষায় বাইরাবি-সাইরাং রেলপথ

প্রথমবারের মতো রেল মানচিত্রে যুক্ত হচ্ছে মিজোরাম, উদ্বোধনের অপেক্ষায় বাইরাবি-সাইরাং রেলপথ

প্রথমবারের মতো রেল মানচিত্রে যুক্ত হচ্ছে মিজোরাম, উদ্বোধনের অপেক্ষায় বাইরাবি-সাইরাং রেলপথ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম এবার প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে মূল রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে। রাজধানী আইজলকে দেশের রেল নেটওয়ার্কে সংযুক্ত করতে নির্মিত বাইরাবি-সাইরাং ব্রডগেজ রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন খুব শিগগিরই হতে চলেছে। প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হওয়ায় এখন কেবল রেলওয়ে সেফটি কমিশনারের (CRS) ছাড়পত্রের অপেক্ষা।

৫১.৩৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ২০১৪ সালের ২৯ নভেম্বর ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন মোদী। এক দশক পরে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে চলেছে।

এই প্রকল্প বাস্তবায়নে ছিল নানা প্রাকৃতিক ও কারিগরি চ্যালেঞ্জ। রেলপথে রয়েছে ৪৮টি সুড়ঙ্গ (মোট দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার), ৫৫টি বড় সেতু ও ৮৭টি ছোট সেতু। অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা ব্রিজ নম্বর ১৯৬, যার উচ্চতা ১০৪ মিটার— কুতুব মিনারের থেকেও ৪২ মিটার বেশি।

প্রকল্পটি বাস্তবায়ন করছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR)। রেল চলাচলের উপযোগী করে স্টেশন ও সংলগ্ন অবকাঠামো উন্নয়নের কাজও প্রায় সম্পন্ন। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যেই রেল চলাচল শুরু হবে।

এই রেলপথ চালু হলে শিলচর হয়ে আইজলগামী যাত্রীরা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। রেল কর্তৃপক্ষ মনে করছে, এটি পর্যটন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে এবং ‘কাটরা-শ্রীনগর রেললাইন’-এর মতো জনপ্রিয়তা পাবে।

রেলপথটি শুধুমাত্র যাত্রী চলাচলের ক্ষেত্রেই নয়, মিজোরামের অর্থনীতি, পণ্য পরিবহন, পর্যটন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলো রেল স্টেশনের কেন্দ্র ধরে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগে এই প্রকল্প এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি মিজোরামের জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।