মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নারী আটক
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফাল্গুনী রায় (২৮) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে রবিবার রাতে উপজেলার খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফাল্গুনী রায় ভারতের নদীয়া চব্বিশ বরগনা জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোশালপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে খোশালপুর পাকা রাস্তার ওপর থেকে ভারতীয় ওই নারীকে আটক করে বিজিবি। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
