বান্দরবানে কেএনএফ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান, দুই সন্ত্রাসী নিহত

বান্দরবানে কেএনএফ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান, দুই সন্ত্রাসী নিহত

বান্দরবানে কেএনএফ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান, দুই সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযানে সংগঠনটির সশস্ত্র শাখার দুই সদস্য নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বান্দরবানে কেএনএফ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান, দুই সন্ত্রাসী নিহত

অভিযান চলাকালে সেনা সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের একটি ইউনিফর্ম পরিহিত দল শনাক্ত করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএফ সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। পরে সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজন নিহত কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করেন।

নিহতদের মধ্যে একজনের নাম পুটিং ওরফে ডলি, যিনি সংগঠনটির ‘মেজর’ পদমর্যাদার সশস্ত্র নেতা ছিলেন। অপরজনও কেএনএফ-এর সক্রিয় সশস্ত্র সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বান্দরবানে কেএনএফ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান, দুই সন্ত্রাসী নিহত

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৩টি সাবমেশিনগান (SMG), ১টি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্রের ম্যাগাজিন, কেএনএফ-এর ব্যবহৃত ইউনিফর্ম ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

আইএসপিআর জানায়, কেএনএফ-এর দীর্ঘদিনের সশস্ত্র তৎপরতার কারণে রুমা ও আশপাশের এলাকা থেকে বম জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ইতোমধ্যে ১২৬টি পরিবার নিজ নিজ পাড়ায় ফিরে গিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। এসব পরিবারের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সেনাবাহিনী সক্রিয় সহায়তা করছে।

বান্দরবানে কেএনএফ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান, দুই সন্ত্রাসী নিহত

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জননিরাপত্তা ও সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।