মণিপুরে ‘প্রেপাক’ জঙ্গি সংগঠনের দুই সক্রিয় সদস্য আটক, উদ্ধার অস্ত্র-গ্রেনেড ও বিস্ফোরক

মণিপুরে ‘প্রেপাক’ জঙ্গি সংগঠনের দুই সক্রিয় সদস্য আটক, উদ্ধার অস্ত্র-গ্রেনেড ও বিস্ফোরক

মণিপুরে ‘প্রেপাক’ জঙ্গি সংগঠনের দুই সক্রিয় সদস্য আটক, উদ্ধার অস্ত্র-গ্রেনেড ও বিস্ফোরক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে পৃথক অভিযানে ‘প্রিপলস রেভল্যুশনারি পার্টি অব কাংলিপাক (প্রেপাক)’ নামক নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। ধৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। শনিবার (৫ জুলাই) রাজ্য পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মণিপুর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, থৌবল জেলার সালুংফাম এলাকা থেকে এক নারী সদস্য এবং ইম্ফল পশ্চিম জেলার নাগামাপাল এলাকা থেকে অপর এক সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণস্বরূপ গুরুত্বপূর্ণ নথিপত্র ও যোগাযোগের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

একইসাথে চান্ডেল জেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১২টি রাইফেল, ৪টি শক্তিশালী আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং ৪টি হ্যান্ড গ্রেনেড।

মণিপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজ্যজুড়ে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনে পুলিশের তল্লাশি ও এলাকাবেষ্টনী অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মণিপুরে বিগত দুই বছর ধরে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলমান রয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত ২৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে। মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং পদত্যাগ করার পর থেকে রাজ্য বিধানসভার কার্যক্রমও স্থগিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

প্রসঙ্গত, প্রেপাক সংগঠনটি স্বাধীন কাংলিপাক রাষ্ট্র প্রতিষ্ঠার নামে সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে, যার কার্যক্রম ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।