বর্ণাঢ্য আয়োজনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণ জয়ন্তী উদযাপন
![]()
নিউজ ডেস্ক
যথাযথ উৎসাহ ও গৌরবের মধ্য দিয়ে আজ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী—সুবর্ণ জয়ন্তী—উদযাপন করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই রেজিমেন্ট গঠিত হয়েছিল ১৯৭৫ সালের ৫ জুলাই।
সকালে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার।
রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে পিজিআর-এর সকল সদস্যকে সুবর্ণ জয়ন্তীর আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের পাশাপাশি পিজিআর-এর পাঁচজন শহীদসহ সব প্রয়াত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রপতি পিজিআর সদস্যদের পেশাগত নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও দক্ষতার প্রশংসা করেন এবং নেতৃত্বের প্রতি সর্বাত্মক আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব ও অন্যান্য অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিতকরণে গঠিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বিগত পাঁচ দশকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় নয়, বরং শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সময়ের সাথে তাল মিলিয়ে এই ইউনিট আজ দেশের সামরিক গর্বের এক অনন্য প্রতীক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।