নৌবাহিনীর তত্ত্বাবধানে সন্দ্বীপে আশ্রয়ণ প্রকল্পের ৩৪০টি গৃহ হস্তান্তর
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচরে গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ৬৮টি ব্যারাক হাউজে মোট ৩৪০টি বসবাসযোগ্য ঘর আজ আনুষ্ঠানিকভাবে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের প্রত্যক্ষ নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সমন্বয়ে এই ব্যারাকগুলো নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে রয়েছে পাঁচটি করে ইউনিট—যার প্রতিটিতে একটি করে গৃহহীন পরিবার বসবাস করতে পারবে। এসব ইউনিটে রয়েছে আলাদা রান্নাঘর ও বাথরুমের ব্যবস্থা।

উক্ত ব্যারাক হাউজগুলো নৌবাহিনীর প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, এর আগে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় ২৩৩টি প্রকল্পে ৪৫৬০টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর মাধ্যমে আশ্রয় পেয়েছে ৩৪ হাজার ১৬৫টি গৃহহীন পরিবার।
জনকল্যাণে সরকারের এ ধরনের প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনী নিষ্ঠা ও অঙ্গীকারের সঙ্গে ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
