খুলনায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধানসহ গ্রেফতার ৪
![]()
নিউজ ডেস্ক
খুলনা সদর এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী শাকিল শেখসহ চারজনকে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শাকিল গ্রুপের প্রধান শাকিল শেখ (৪১), তার সহযোগী শহীদুল ইসলাম খোকন (৩৪), মো. শাকিল (২৩) এবং প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গোষ্ঠী আশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাত (২৭)। অভিযানকালে তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (ম্যাগাজিনসহ), একটি পাইপ গান, পাঁচটি বিভিন্ন প্রকারের তাজা গুলি, একটি ডামি রিভলবার, একটি স্টান গান, ১৮০ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখযোগ্যভাবে, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানা গেছে।
সেনাবাহিনী জানিয়েছে, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে, যেকোনো অপরাধমূলক তৎপরতার তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সরাসরি জানাতে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে খুলনা অঞ্চলে অপরাধ দমনে সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বিত অভিযান সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।