কলাবাগানে সেনা-পুলিশের যৌথ অভিযানে ছদ্মবেশী চাঁদাবাজ বাবু গ্রেফতার

কলাবাগানে সেনা-পুলিশের যৌথ অভিযানে ছদ্মবেশী চাঁদাবাজ বাবু গ্রেফতার

কলাবাগানে সেনা-পুলিশের যৌথ অভিযানে ছদ্মবেশী চাঁদাবাজ বাবু গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক গোপন অভিযানে গ্রেফতার করা হয়েছে ছদ্মবেশী কুখ্যাত চাঁদাবাজ বাবু’কে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।

গ্রেফতারের সময় বাবু নিজ বাড়িতে পুলিশের পোশাক পরে চাঁদাবাজির উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পরবর্তীতে তার সহযোগী চাঁদাবাজ শাহীনের বাসায় অভিযান চালিয়ে আরও সাত জোড়া পুলিশের পোশাক ও একটি নকল রিভলবার উদ্ধার করা হয়। জানা গেছে, শাহীন কুখ্যাত সন্ত্রাসী ‘পিচ্চি হান্নান’-এর জামাতা।

গোয়েন্দা সূত্রে জানা যায়, বাবু ও তার চক্র দীর্ঘদিন ধরে পুলিশ উপপরিদর্শকের ছদ্মবেশে কলাবাগান ও কাঁঠালবাগান এলাকায় বিভিন্ন বাস ও ট্রাক থামিয়ে চাঁদা আদায় করে আসছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথেও জড়িত থাকার প্রমাণ মিলেছে।

গ্রেফতার হওয়া বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় ইতিমধ্যে সাতটি মামলা এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। অভিযানে অংশ নেওয়া একটি সূত্র জানিয়েছে, অভিযানের সময় বাবু পালানোর চেষ্টা করলেও সেনা সদস্যদের তৎপরতায় দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট জানাতে সকলকে আহ্বান জানিয়েছে বাহিনীটি।

এ অভিযান রাজধানীতে অপরাধ প্রতিরোধে সেনা-পুলিশের সমন্বিত উদ্যোগের একটি সফল দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।