সাতকানিয়ায় বিজিবি’র ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি উপলক্ষে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি), বায়তুল ইজ্জত, সাতকানিয়ায়।
বুধবার সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন এবং নবীন সৈনিকদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া কুচকাওয়াজে অংশগ্রহণ করে মোট ৬৯৪ জন নবীন সৈনিক, যাদের মধ্যে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী। তারা বিগত ২৬ জানুয়ারি ২০২৫ থেকে ২৪ সপ্তাহব্যাপী কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আজ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীতে তাদের যাত্রা শুরু করলেন।
প্রধান অতিথি বিজিবি মহাপরিচালক ভাষণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ৮১৭ জন ইপিআর সদস্য এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এরপর তিনি নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, “বিজিবি একটি দায়িত্বশীল বাহিনী, যারা দেশের চার হাজার চারশত সাতাশ কিলোমিটার সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র, মানবপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।”
তিনি সৈনিক জীবনের মূলমন্ত্র হিসেবে মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “শৃঙ্খলা সৈনিক জীবনের অলংকার। সততা, আনুগত্য, তেজ ও পেশাগত নিষ্ঠা—এই গুণাবলির মাধ্যমেই বিজিবির গৌরব ও ভাবমূর্তি প্রতিষ্ঠিত হবে।”

নারী সৈনিকদের উদ্দেশেও তিনি বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধে নারীর অংশগ্রহণ আমাদের গর্ব। আজকের নবীন নারী সৈনিকরাও বিজিবির অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগ করবে।”
কুচকাওয়াজ শেষে বিজিবি মহাপরিচালক প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সেরা কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সেরা চৌকস রিক্রুট হিসেবে বক্ষ নম্বর-৫৭৪ সাইফ মিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরপর আকর্ষণীয় ট্রিক ড্রিল এবং মনোজ্ঞ ব্যান্ড ডিসপ্লের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির নবীন সদস্যরা আগামী দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তাদের হাতে গড়া এই শক্তিশালী প্রহরী বলয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও শক্ত ভিত গড়ে তুলবে—এমনটাই প্রত্যাশা রাষ্ট্রের।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।