বিমান বাহিনীর ৪৫তম সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ

বিমান বাহিনীর ৪৫তম সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ

বিমান বাহিনীর ৪৫তম সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর ৪৫তম সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, জিইউপি, এনডিসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এবারের কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্যসহ মোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উড্ডয়ন নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে এই কোর্সটি তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিমান বাহিনীর ৪৫তম সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ

প্রধান অতিথি কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, উড্ডয়ন নিরাপত্তা শুধুমাত্র একটি কারিগরি বিষয় নয়, বরং এটি সশস্ত্র বাহিনীর কার্যকারিতা ও জীবন রক্ষার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী ও সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নিয়মিত এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনাপ্রবণতা হ্রাসে কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করে আসছে বাংলাদেশ বিমান বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।