অরুণাচলে সীমান্ত সুরক্ষা ও গ্রামীণ যোগাযোগ উন্নয়নে বিআরও’র প্রকল্প পর্যালোচনা
![]()
নিউজ ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু সোমবার সীমান্ত ও দুর্গম এলাকার সড়ক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনায় বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানী ইটানগরে অনুষ্ঠিত এ বৈঠকে বিআরও মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন ছাড়াও প্রকল্প ‘অরুনাঙ্ক’, ‘ব্রাহ্মাঙ্ক’ ও ‘উদায়ক’-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে রাজ্যের দুর্গম ও সীমান্ত অঞ্চলে সড়ক যোগাযোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় স্থানীয় অর্থনীতি চাঙ্গা করা, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ নিশ্চিত করার বিষয়গুলো প্রাধান্য পায়।
মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু অরুণাচলের কঠিন ভৌগলিক অবস্থানেও বিআরও’র অব্যাহত পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে বিআরও যে ভূমিকা রাখছে তা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, বিআরও কেবল রাস্তা তৈরি করছে না, বরং বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে মূলস্রোতে যুক্ত করে তাদের জীবিকা ও উন্নয়নের সুযোগও তৈরি করছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী রাজ্য হিসেবে অরুণাচল প্রদেশে অবকাঠামো উন্নয়ন কৌশলগত গুরুত্ব বহন করে, যেখানে বিআরও’র ভূমিকা ভারত সরকারের প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।