সিরাজগঞ্জে ট্রাক উল্টে সিএনজিকে চাপা, সেনাবাহিনীর দ্রুত অভিযানে ৭ জন আহত উদ্ধার

সিরাজগঞ্জে ট্রাক উল্টে সিএনজিকে চাপা, সেনাবাহিনীর দ্রুত অভিযানে ৭ জন আহত উদ্ধার

সিরাজগঞ্জে ট্রাক উল্টে সিএনজিকে চাপা, সেনাবাহিনীর দ্রুত অভিযানে ৭ জন আহত উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক উল্টে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে চালক-হেলপারসহ মোট ৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের উল্লাপাড়া ফিলিং স্টেশনের নিকট।

পাবনাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির উপর উল্টে পড়ে। এতে ট্রাকের চালক ও সহকারীসহ সিএনজিতে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী সূত্র জানায়, দুর্ঘটনার সময় একটি সেনা টহল দল ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিল। তাৎক্ষণিকভাবে সেনাসদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সেনাবাহিনী নিশ্চিত করেছে, আহতরা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা সেনাবাহিনীর দ্রুত ও মানবিক পদক্ষেপের প্রশংসা করেন। দুর্ঘটনার পরপরই যান চলাচল স্বাভাবিক করতে সেনা সদস্যরা পুলিশকে সহায়তা করে।

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত সেবায় সেনাবাহিনীর এমন কার্যকর উপস্থিতি প্রাণহানির সম্ভাবনা থেকে রক্ষা করেছে বলে এলাকাবাসী মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।