নরসিংদী, ফরিদপুর ও কুমিল্লায় পৃথক সেনা অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদী, ফরিদপুর ও কুমিল্লায় পৃথক সেনা অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদী, ফরিদপুর ও কুমিল্লায় পৃথক সেনা অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশব্যাপী চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী নরসিংদী, ফরিদপুর ও কুমিল্লা জেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ একাধিক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

গত ২১ জুলাই দিবাগত রাতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন সায়দাবাদ এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে যৌথবাহিনী একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়া (৩৭) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি এসবিবিএল একনলা বন্দুক, চারটি দেশীয় একনলা বন্দুক, দুটি পিস্তলের ম্যাগাজিন এবং ৪৬ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি উদ্ধার করা হয়।

একই দিনে ফরিদপুর জেলার তাম্বুলখানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান চালানো হয়। অভিযানে একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যদিও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এছাড়া ২২ জুলাই ভোররাতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার মুরাদপুর ও নুরপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্রসহ মজিবুর রহমান পিনো (৩৫) ও মোঃ আবু হায়দার (৪০) নামে দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অভিযানে চারটি দেশীয় বন্দুক, একটি শটগানের কার্তুজ, একটি বিদেশি ছুরি, একটি দেশীয় অস্ত্র, দুটি পাসপোর্ট এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো সন্দেহজনক বা অপরাধমূলক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।