সমাপ্ত হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ বুধবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ জুলাই শুরু হওয়া এ মহড়া ছিল এক সপ্তাহব্যাপী, যেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্সসমূহ অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন। এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর, সিলেট অঞ্চলের বিভিন্ন সামরিক ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড এর মোট ১৬৬ জন সদস্য অংশগ্রহণ করেন। যৌথ মহড়ায় অংশগ্রহণকারীরা সন্ত্রাসবিরোধী অভিযান, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও যৌথ আভিযানিক প্রস্তুতি বিষয়ে কৌশলগত এবং প্রায়োগিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

পুরো মহড়ার প্রতিটি ধাপে অংশগ্রহণকারীরা সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে বিভিন্ন অনুশীলনে অংশ নেন।
অনুষ্ঠানে অনুশীলনে অংশগ্রহণকারী সেনাসদস্যদের মধ্যে সার্টিফিকেট ও ইনসিগনিয়া প্রদান করা হয়, যা তাদের পেশাগত স্বীকৃতির অংশ হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। টাইগার লাইটনিং-২০২৫ এর সফল আয়োজন সেই পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, এ ধরনের মহড়ার মাধ্যমে সেনাসদস্যদের পেশাগত দক্ষতা যেমন বৃদ্ধি পায়, তেমনি যৌথ অভিযান পরিচালনায় অভিজ্ঞতা ও আস্থা আরও গভীর হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।