ঢাবি শিক্ষার্থীদের ‘লালকার্ড সমাবেশ’, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রত্যাহারের দাবি
![]()
নিউজ ডেস্ক
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিকেলে এক বিক্ষোভ সমাবেশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এই ‘লালকার্ড সমাবেশে’ তারা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদন বাতিলের দাবি জানান এবং প্রতিষ্ঠানটিকে “নতুন প্রজন্মের ইস্ট ইন্ডিয়া কোম্পানি” হিসেবে আখ্যা দেন।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, “ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় কেবল একটি মানবাধিকার পর্যবেক্ষণ মিশন নয়; এটি একটি আদর্শিক অভিযান, যার লক্ষ্য হলো বাংলাদেশের সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধে আঘাত হানা।” তারা অভিযোগ করেন, এই অফিসের উপস্থিতি দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে।

সমাবেশে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন:
১. জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদন অবিলম্বে বাতিল করতে হবে।
২. সরকারকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধের পরিপন্থী কোনো আন্তর্জাতিক এজেন্ডা (যেমন এলজিবিটিকিউ বা পতিতাবৃত্তির বৈধতা) তারা সমর্থন করে না।
৩. যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সঙ্গে এমন কোনো গোপনীয় চুক্তি (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) করা যাবে না, যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লব ছিল ফ্যাসিবাদ ও বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের জাগরণ। অথচ সরকার আজ সেই চেতনাকে অগ্রাহ্য করে আবারও বিদেশি প্রভুদের পদানত হচ্ছে।” তারা আরও অভিযোগ করেন, “নীতিনির্ধারণী জায়গাগুলোতে বিদেশি হস্তক্ষেপ বাড়ছে, যার মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধকে দুর্বল করা হচ্ছে।”
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, মুহিউদ্দিন রাহাত, জামালুদ্দীন মুহাম্মদ খালিদ, রাব্বি হাসান, মুহম্মদ জিয়াউল হক, আবু জাফর, আব্দুল্লাহ আল মাহিন, আব্দুল বাসেত, জাহিদুল, শিহাব ও এশা।
সমাবেশ শেষে বক্তারা আগামী এক সপ্তাহ ফেসবুকে ‘লালকার্ড’ প্রোফাইল ছবি ব্যবহারের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।