চট্টগ্রামে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকারভোগী আড়াই শতাধিক মানুষ
 
                 
নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার লতিফপুর সংলগ্ন দুর্গম মীরপুর এলাকায় বিনামূল্যে দিনব্যাপী একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেছে হালিশহরস্থ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুল।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে নারী ও শিশুসহ প্রায় আড়াই শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে অনেকে পেয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ।
এলাকাবাসীরা জানান, দূর্গম মীরপুরে এমন আয়োজন বিরল। বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই হেলথ ক্যাম্প ‘ইন এইচ টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন’ (In Aid to Civil Administration) কর্মসূচির আওতায় আয়োজিত হয়। এর মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সেনাবাহিনী ও জনগণের মধ্যে আস্থাবান সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
এর আগে গত ৩০ জুন চট্টগ্রামের হালিশহর জেলে পাড়ায়ও অনুরূপ স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেছিল আর্টিলারি সেন্টার ও স্কুল। সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, শান্তি ও উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তায় নয়, জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
