বাংলাদেশ-ভারত সম্পর্ক আত্মিক ও অর্থনৈতিক ভিত্তিসম্পন্ন: আগরতলায় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ

বাংলাদেশ-ভারত সম্পর্ক আত্মিক ও অর্থনৈতিক ভিত্তিসম্পন্ন: আগরতলায় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ

বাংলাদেশ-ভারত সম্পর্ক আত্মিক ও অর্থনৈতিক ভিত্তিসম্পন্ন: আগরতলায় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ

ছবি- নর্থইস্ট টুডে।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আগরতলা সফরে গিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে ‘আত্মিক ও প্রাকৃতিক’ বলে অভিহিত করেছেন ভারতস্থ বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার ত্রিপুরার আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (ICP) পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

রিয়াজ হামিদুল্লাহ বলেন, “ত্রিপুরা ও বাংলাদেশের সম্পর্ক একটি প্রবাহমান নদীর মতো—স্বাভাবিক, প্রাণবন্ত এবং আত্মিক। এই সম্পর্ক শুধু কাগজে-কলমে নয়, মানুষের হৃদয়ের সম্পর্ক। অর্থনৈতিক বাণিজ্য আমাদের সম্পর্কের মূল ভিত্তি, যা উভয়পক্ষের আরও জোরদার করার চেষ্টা করা উচিত।”

তিনদিনের ত্রিপুরা সফরের প্রথম দিনে ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শনকালে তিনি ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া, ইমিগ্রেশন এবং কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসময় বিভিন্ন চলমান ইস্যু নিয়ে আলোচনা হয় এবং কিছু বিষয়ে অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে বলেও জানান হাইকমিশনার।

তার এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন বাংলাদেশ ও ভারত উত্তর-পূর্বাঞ্চল ঘিরে উপ-আঞ্চলিক সংযোগ ও সীমান্ত বাণিজ্য জোরদারে কাজ করছে। সফরের অংশ হিসেবে রিয়াজ হামিদুল্লাহ আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করবেন এবং নিশ্চিন্তপুর রেলস্টেশন ঘুরে দেখবেন। আগামী ৩ আগস্ট তিনি দক্ষিণ ত্রিপুরার সাবরুমে অবস্থিত মৈত্রী সেতু পরিদর্শন করবেন।

হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন, চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও উচ্চতায় পৌঁছে দেবে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের সম্পর্ক সম্প্রসারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, যেখানে ত্রিপুরা হয়ে উঠছে দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।