বান্দরবানের থানচিতে উৎসবমুখর পরিবেশে বলিপাড়া জোন কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বলিপাড়া জোনের উদ্যোগে আজ বুধবার বিকালে থানচি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো “বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫” এর ফাইনাল খেলা।
বিকেল ৪টা থেকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী হওয়া এই খেলায় থানচি একাদশ ৩-১ গোলে বলিপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গত ১০ আগস্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় থানচি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলগুলো অংশগ্রহণ করে। দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর আজকের ফাইনাল ম্যাচে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন, যা ম্যাচকে আরও প্রাণবন্ত করে তোলে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি, মেডেল ও নগদ পুরস্কার তুলে দেন।
পাশাপাশি রেফারিকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ শেষে জোন অধিনায়ক লেঃ কর্নেল জহিরুল ইসলাম বলেন, “ফুটবল একটি দলীয় খেলা। এখানে টিমওয়ার্কের প্রয়োজন হয়, আর যে দলের টিমওয়ার্ক যত ভালো, তারাই ভালো ফলাফল অর্জন করে। বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা নয়, বরং স্থানীয় জনগণের কল্যাণ, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং সমাজ থেকে অপরাধ ও মাদকাসক্তি দূরীকরণে কার্যকর ভূমিকা রাখে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজকের চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল গঠন করে শিগগিরই বান্দরবান ‘সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’-এ অংশগ্রহণ করা হবে এবং সেখানেও বিজয়ের ধারা বজায় রাখা সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।