আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৩১ জন

আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৩১ জন

আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৩১ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশব্যাপী চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে মোট ১৩১ জন অপরাধীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ জুলাই থেকে ৭ আগস্ট ২০২৫ পর্যন্ত পরিচালিত এই অভিযানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়।

সেনা সদর দপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত এই অভিযানে আটক করা হয় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ১৩১ জনকে।

অভিযানে উদ্ধার করা হয় ৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৮ রাউন্ড গুলি, ১২টি ককটেল, সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চোরাই মালামাল এবং নগদ অর্থ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মতো পরিস্থিতিতেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে সেনাবাহিনীর উপস্থিতি ও যৌথ অভিযান জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সাধারণ মানুষ মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।