বিজয়নগরে সেনাবাহিনী–বিজিবির যৌথ অভিযানে ১ কোটি ২২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিজয়নগরে সেনাবাহিনী–বিজিবির যৌথ অভিযানে ১ কোটি ২২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিজয়নগরে সেনাবাহিনী–বিজিবির যৌথ অভিযানে ১ কোটি ২২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে অভিযান চালিয়ে ভারত থেকে আসা এক কোটি ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বুধন্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে বুধন্তি এলাকায় যৌথ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ধরনের মূল্যবান ও নিষিদ্ধ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—১১১টি মোবাইল ফোন, তিন লাখ ৩৭ হাজার ২০০ পিস ওষুধ, সাত হাজার ২০০ পিস ইডিটিএ টিউব, এক হাজার ৫০০ কেজি জিরা, ৪১টি শেরওয়ানি, ৩৬টি শার্ট, ৮টি কম্বল, ৩১১টি প্রসাধনী সামগ্রী, ৫৫০ কেজি ফুচকা, ১০ হাজার ৮০০ পিস বিস্কুট এবং ৫৭ লিটার কেমিক্যাল।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাকারবারিরা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছিল। সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত উপস্থিতির কারণে বড় ধরনের এই চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে।

জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ২২ লাখ ২৩ হাজার টাকা। এসব পণ্য আখাউড়া স্থল শুল্ক স্টেশনে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত তৎপরতা সম্প্রতি বেড়েছে, যা সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ বাজার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।