মাটিরাঙ্গায় সেনাবাহিনী আয়োজিত সম্প্রীতি কাপ ফুটবলের শিরোপা গোমতী ইউনিয়নের
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন আওতাধীন মাটিরাঙ্গা জোনের আয়োজনে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে গোমতী ইউনিয়ন একাদশ ট্রাইব্রেকারে ৪-২ গোলে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলায় গোমতীর কাইউম ও সদরের দোয়েল ত্রিপুরার গোলে খেলা ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে গোমতী ইউনিয়ন শিরোপা নিশ্চিত করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম আধহাম।
তিনি বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করতেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
পুরো ম্যাচজুড়ে প্রাণবন্ত ধারাভাষ্যে দর্শকদের মাতিয়ে রাখেন মো. সোহাগ। টুর্নামেন্টে ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন সর্বোচ্চ গোলদাতা আসাদ ভুইয়া (গোমতী), সেরা খেলোয়াড় লাদেন ত্রিপুরা (বেলছড়ি) এবং সেরা গোলরক্ষক সাচিং মগ (সদর)।
ফাইনালে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মো. মাসুদ খান, মেজর ইমরান হোসাইন, ক্যাপ্টেন রাফিউল ইসলাম, লে. তানভির আহম্মেদ, মাটিরাঙ্গা থানার ওসি তফিকুল ইসলামসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
গত ২৩ জুলাই শুরু হওয়া লীগভিত্তিক এই টুর্নামেন্টে মাটিরাঙ্গা পৌরসভাসহ সাতটি ইউনিয়নের মোট আটটি দল অংশ নেয়।
প্রসঙ্গত, পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে সেনাবাহিনী নিয়মিতভাবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।