মহালছড়িতে পানিবন্দীদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

মহালছড়িতে পানিবন্দীদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

মহালছড়িতে পানিবন্দীদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বৃষ্টিপাত না থাকলেও কাপ্তাই হ্রদের পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার চেঙ্গী নদীর তীরবর্তী বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার মাইসছড়ি ও মহালছড়ি সদর ইউনিয়নের অন্তত ২০০টির বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

পানিবন্দি হয়ে পড়া এলাকাগুলোর মধ্যে সিলেটিপাড়া, চিটাংগাপাড়া, ব্রিজপাড়া ও কাপ্তাইপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চেঙ্গী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান জানান, “চেঙ্গী নদীর পানি হঠাৎ করে বাড়ায় চারটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেখানে অন্তত শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

এই পরিস্থিতিতে শুক্রবার সকালে মহালছড়ি জোনের সেনাবাহিনী কর্তৃক চিটাংগাপাড়া ও সিলেটিপাড়ার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। মানবিক সহায়তা হিসেবে অর্ধশতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন শুকনো খাবার ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ এবং মেজর মোস্তাফিজ।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না থাকলে নিম্নাঞ্চল প্লাবনের ঘটনা প্রায়শই ঘটে, যার ফলে স্থানীয় জনজীবনে দুর্ভোগ বাড়ে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।