আদিবাসী স্বীকৃতি দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বক্তারা। এ অভিযোগের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে ‘পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা’।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৭ সালের শান্তিচুক্তিতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজাতি নিজেদের উপজাতি হিসেবে পরিচয় দিলেও ২০০৭ সালের ইউএন ডিক্লারেশনের পর থেকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তারা আবার ‘আদিবাসী’ পরিচয়ের দাবি তুলছে। এটি একটি পরিকল্পিত কৌশল, যার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, আদিবাসী হওয়ার জন্য একটি ভূখণ্ডের আদি বাসিন্দা হওয়া অপরিহার্য। কিন্তু বাংলাদেশের কোনো উপজাতিই এই ভূখণ্ডের আদি বাসিন্দা নয়। তাদের উৎপত্তি মিয়ানমারের আরাকান, ভারতের ত্রিপুরা ও অন্যান্য এলাকা থেকে। তাই তারা আদিবাসী নয়, বরং উপজাতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। আন্তর্জাতিক মহলের সহায়তায় ‘আদিবাসী’ পরিচয়ের মাধ্যমে বিশেষ সুবিধা নেওয়া ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পথ সুগম করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা গণমাধ্যমসহ দেশের সাধারণ জনগণকে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ‘আদিবাসী’ পরিচয়কে ঘিরে বিতর্ক পুনরায় তীব্র আকার ধারণ করেছে, যা নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
