শান্তিচুক্তির পরও পাহাড়ে বৈষম্য ও চাঁদাবাজদের দৌরাত্ম্য চলছে: অধ্যাপক তৈয়ব চৌধুরী
![]()
নিউজ ডেস্ক
শান্তিচুক্তির বহু বছর পেরিয়ে গেলেও পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
তিনি বলেন, চুক্তির পরও পাহাড়ে চাঁদাবাজি, অস্ত্র জমা না দেওয়া এবং অবৈধ দৌরাত্ম্যের মতো সমস্যা বিদ্যমান রয়েছে। বরং একটি গোষ্ঠী শান্তিচুক্তির সুবিধা ভোগ করছে, অথচ উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে বাঙালিরা বড় অবদান রেখেও বৈষম্যের শিকার হচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে সকল নাগরিক সমান সুযোগ পাবে। পাহাড়ে বসবাসকারী বাঙালিরা এখনো নানা প্রকার অবিচার ও বৈষম্যের মুখোমুখি হচ্ছে। উন্নয়ন হয়েছে মূলত বাঙালিদের প্রচেষ্টা ও পরিশ্রমে, কিন্তু সেই স্বীকৃতি তারা পাচ্ছে না। অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
অধ্যাপক তৈয়ব চৌধুরী এসব মন্তব্য করেন গতকাল চট্টগ্রামে পাঠশালা রিসার্চ সেলের আয়োজনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিতর্ক ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হল রুমে আয়োজিত এ দিনব্যাপী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ২০ জনকে পুরস্কৃত করা হয়, যেখানে প্রথম হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তামান্না জান্নাত প্রিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আলী হোছাইন অভিযোগ করেন, শান্তিচুক্তির আড়ালে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী ভিত্তি স্থাপন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খ্রিস্টান ধর্মে রূপান্তরের প্রক্রিয়া চলছে, যা ভবিষ্যতে আলাদা রাষ্ট্রের দাবি তোলার পথ তৈরি করতে পারে।
চট্টগ্রামের সাংবাদিক আবু বকর বলেন, প্রশাসনিক পদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অগ্রাধিকার থাকায় বাঙালিদের কার্যকর অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছে। এ বৈষম্যের বিরুদ্ধে বিদ্যমান আইন-নীতির মধ্যেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে পাঠশালার আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মুহাম্মদ কাউছার উল্লাহ শান্তিচুক্তি সংস্কারের দাবি জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্বত্য অঞ্চলের সাবেক শিক্ষার্থীদের পরিচালিত ‘পাঠশালা–সি এইচ টি রিসার্চ সেল’ পার্বত্য চট্টগ্রামের রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার বিষয়ে গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।