দীঘিনালা সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

দীঘিনালা সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

দীঘিনালা সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে দীঘিনালা জোনের আওতাধীন বেতছড়ি সাব জোনের সেনা সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।

জোন সূত্রে জানা গেছে, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুস এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে। এসব সিগারেটের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সিগারেটগুলো ভারত থেকে অবৈধভাবে এনে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে এবং চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্যের অবৈধ প্রবাহ বন্ধে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed